‘মৃত্যু আমাকে ভয় পায়’, রেড রোডে ইদের নমাজে বার্তা মমতার

কলকাতা: রমজান মাসের শেষে আজ খুশির ইদ। কলকাতায় রেড রোডে ইদের নমাজে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

বৃহস্পতিবার ইদের নমাজে বক্কৃতা করার সময় মমতা বলেন, ‘আপনাদের আশীর্বাদে আমরা এখানে আছি। যদিও এখানে বলা উচিত নয়, কিন্তু ইলেকশনের সময় মনে রাখবেন, ফাইট আমাদের সাথে বিজেপির। দিল্লিতে ইন্ডিয়া জোট কী করবে আমরা দেখে নেব। কিন্তু বাংলায় আমরা লড়ছি বিজেপির সাথে। একটা কোনও ভোটও যেন অন্য তৃণমূল কংগ্রেস ছাড়া কোনও দলে না যায়।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্য়ু আমাকে ভয় পায়। কেউ কেউ চায় ভোটে সবাইকে ভয় দেখাতে। সবাইকে এখন এনআইএ, সিবিআই, ইনকাম ট্যাক্স, ইডির হাতে ধরাতে চায়। আমি বলি, এর থেকে তো ভাল একটা জেলখানা বানিয়ে দিন। সবাইকে ভরে দিন। কিন্তু দেশের ১৩০ কোটি মানুষ, সবাইকে আপনি জেলে ভরতে পারবেন? আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়ি।’

সিএএ-এনআরসি নিয়ে মমতা বলেন, ‘ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করেছি, এখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে। মাছের মাথা হল সিএএ, আর লেজ হল এনআরসি। দিল্লিতে ভোটের পরে ইন্ডিয়া জোট কী হবে বুঝে নেব। কিন্তু বাংলায় সিপিএম-কংগ্রেসকে একটি ভোটও দেবেন না।’

Related posts

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা