সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, আজও কি ঝড়বৃষ্টির সম্ভাবনা?

কলকাতা: বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ। এ দিনেও বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস।

গত দু’দিন আমূল বদলে গিয়েছে রাজ্যের আবহাওয়া। তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা থেকে মিলেছে মুক্তি। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গের সকল জেলার এক বা দু’টি স্থানে ঝড়ো হাওয়াসহ ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। এ ভাবে আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে ঝড়ের তীব্রতা স্থানভেদে আলাদা হতে পারে।

আজ উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলার এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ৫০-৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ৭-১১ সেন্টিমিটার অতিবৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলায় ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

Related posts

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা

প্রধানমন্ত্রীর সভার পরেই খড়গপুরে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক বিজেপি নেতা!

আজ পঞ্চম দফায় রাজ্যের ৭ কেন্দ্রে ভোটগ্রহণ