পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী: রাজ্য ও কমিশনের পাল্টা সুপ্রিম কোর্টে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ

কলকাতা: রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের পাল্টা সুপ্রিম কোর্টে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে মহামিছিলের ডাক দিয়েছে সরকারি কর্মীদের সংগঠন। পাশাপাসি রাজ্য নির্বাচন কমিশন দফতর ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে তারা।

পঞ্চায়েত ভোট সংক্রান্ত মামলার রায়ে শুধু রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানোর নির্দেশ দেয় হাইকোর্ট। বলা হয়, স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। যেখানে রাজ্য পুলিশের সংখ্যা কম, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল আদালত। হাইকোর্টের প্রধান বিচারপতির এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শনিবার সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য় সরকার ও রাজ্য় নির্বাচন কমিশন। এরই মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের হুঁশিয়ারি, ‘কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের কাজ নয়’।

বিভিন্ন জেলার প্রত্যেকটা ট্রেনিং সেন্টারে (ভোটের) কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখাতে চলেছেন যৌথ মঞ্চের প্রতিবাদীরা। সঙ্গে চলবে গণস্বাক্ষর নেওয়ার অভিযান। শুধু ভোটার নয়, যাঁরা ভোট দিতে যাবেন তাঁদের নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে। এই দাবিকে সামনে রেখেই কেন্দ্রীয় বাহিনী চাইছেন যৌথ মঞ্চের আন্দোলনকারীরা।

আগামী ২৫ জুন মহামিছিলের ডাকও দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের সদস্যরা বলেন, “রক্তারক্তি, হিংসা আমরা চাই না। আমরা চাই শান্তিপূর্ণ ভোট হোক। আমরা ভোটের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী চাই। ভোট এবং গণনাকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী না থাকলে আমরা ভোট করতে চাই।”

Related posts

হাজি নুরুল জেতার পর মমতার প্রথম ভিজিট সন্দেশখালি, ঘোষণা বসিরহাটে

নন্দীগ্রামে প্রচারে গিয়ে ‘ চোর ‘ স্লোগান শুনলেন শুভেন্দু

দেশের ৪৯টি আসনে ভোটের হার ৬০.০৯ শতাংশ, পশ্চিমবঙ্গের সাতটি আসনে ৭৪.৬৫ শতাংশ