300
রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ মঙ্গলবার ভারতের 73 তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন। তাঁর সেই ভাষণ, অলইন্ডিয়া রেডিও (এআইআর) এবং দূরদর্শনে সম্প্রচারিত হয়।
নিজের ভাষণে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, আমাদের গণতন্ত্রের বৈচিত্র্য এবং প্রাণবন্ততা বিশ্বব্যাপী প্রশংসিত হয়।
“এটি একতা এবং এক জাতি হওয়ার চেতনা যা প্রতি বছর প্রজাতন্ত্র দিবস হিসাবে উদযাপিত হয়। এই বছরের উদযাপন মহামারীর কারণে অনেকটাই সীমিত হতে পারে তবে চেতনা আগের মতোই শক্তিশালী,”