হিজাব বিতর্ক এখন কর্ণাটক ছাড়িয়ে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ছড়িয়ে পড়ল। মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার শৃংখলারক্ষা ও অভিন্ন পোশাক বিধির দোহাই দিয়ে হিজাব পড়া বিদ্যালয়, মহাবিদ্যালয়ে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন। মধ্যপ্রদেশেও হিজাব নিষিদ্ধ হতে পারে তার ইঙ্গিতও দিয়েছেন শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। হিজাব বিতর্ক এখন পুদুচেরিতেও শুরু হয়েছে।
কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ বলেন, দীর্ঘদিন ধরে শিখদের পাগরী ও মুসলিমদের হিজাব পড়েই বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে পড়াশোনা হয়ে আসছে, এখন হঠাৎ এনিয়ে প্রশ্ন উঠছে কেন। তিনি প্রশ্ন করেন, সরকারের উদ্দেশ্যটা কী? সঠিক পরিকাঠামো গঠন করে পর্যাপ্ত শিক্ষক নিয়ে ঠিকমত শিক্ষা দেওয়া নাকি সাম্প্রদায়িক রাজনীতির বিষ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ঢুকিয়ে দিয়ে ফায়দা লুঠতে চাইছে?
বিজেপি তার ব্যার্থতা ঢাকতে এই হিজাব বিতর্ক তুলেছে। আর এই বিতর্কে মেয়েরা জরিয়ে পড়ায় বিজেপি ও আরএসএস-এর এজেন্ডা রূপায়ন করতে অনেক সুবিধা হয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল।