তৃণমূল নেত্রী মমতা বনাম আইপ্যাক কর্ণধার পিকে সম্পর্কের রসায়ন এবার একেবারে তলানিতে! এই সম্পর্কে চিড় যে ধরেছিল, আগেই সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল। দূরত্ব বাড়ছিল। এবার পাকাপাকি বিচ্ছেদ এর অপেক্ষা।
তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থার পদক্ষেপ থেকে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করা বন্ধ করে দিল পিকে-র সংস্থা আইপ্যাক। বৃহস্পতিবার পর্যন্ত এই সংস্থা ৭৭ টি টুইটার অ্যাকাউন্ট ফলো করত। শুক্রবার কমে দাঁড়়ায় ৭৬। কোনটি বাদ গেল? তার খোঁজখবর করতে গিয়ে দেখা গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার হ্যান্ডল আনফলো করেছে পিকে-র সংস্থা।
প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ফলো’ করা বন্ধ করে দেওয়া হল। সম্প্রতি ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের সঙ্গে মমতা-সহ তৃণমূলের প্রবীণ নেতাদের দূরত্ব ক্রমশই বেড়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা কোনও তরফেই করা হয়নি। তবে সম্পর্ক যে শেষ বিন্দুতে, সেটা অনেক নেতাই স্বীকার করছেন।
তৃণমূল কংগ্রেস নেতৃত্বের একটা অংশের দাবি, পিকের সংস্থা আইপ্যাকের সঙ্গে দলের সম্পর্ক শেষ হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। সেই দাবিকেই যেন ‘বৈধতা’ দিচ্ছে আইপ্যাকের অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে মমতাকে ‘আনফলো’ করা। দলের নেতাদের একাংশের দাবি, এটিই বিচ্ছেদ-প্রক্রিয়া শুরুর প্রথম ধাপ। এবং তা আইপ্যাকের তরফেই শুরু করা হল। যদিও এখনও পর্যন্ত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে নীরবতা অবলম্বন করে চলছেন। তাই মনে করা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না নেত্রী স্বয়ং এই ব্যাপারে কিছু বলছেন, ততক্ষণ এই সম্বন্ধে চূড়ান্ত করে কিছু বলা উচিত নয়।