প্রথম পাতা খবর মুকুল রায় বিজেপিরই বিধায়ক, অভিযোগ খারিজ করে মন্তব্য স্পিকারের

মুকুল রায় বিজেপিরই বিধায়ক, অভিযোগ খারিজ করে মন্তব্য স্পিকারের

388 views
A+A-
Reset

দীর্ঘদিন ধরে মুকুল রায়কে ঘিরে বিতর্কের অবশেষে অবসান ঘটালেন বিধান সভার স্পিকার। মুকুল রায়ের বিধায়ক পদ নিয়ে অভিযোগ শুক্রবার খারিজ করে দিলেন বিধানসভার স্পিকার।

শুক্রবার বিধান সভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন মুকুল রায় কোনওদিন দলবদল করেননি। এক্ষেত্রে তাঁর দল দল বাদল সংক্রান্ত সুনির্দিষ্ট কোনও প্রমাণও নেই বলেও মন্তব্য করলেন বিমান বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, তৎকালীন তৃণমূল নেতা মুকুল রায় ২০১৭ সালের নভেম্বর মাসে বিজেপিতে যোগ দেন। মাঝে হয় ২০১৯ সালের লোকসভা নির্বাচন পর্ব। যে নির্বাচনে বিজেপি এই রাজ্যে মোট ১৮টি আসন জয় করে। এরপর ২০২০-তে বিজেপিতে তাঁকে সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

এরপর দূহজার একুশের ভোটে বিজেপির হয়ে মুকুল রায় ভোটেও লড়েন। জয়ীও হন। কিন্তু এরপর ২০২১ সালের ১১ জুন ফের মুকুল রায় তৃণমূলে ফেরেন বলে অভিযোগ।

সেদিন বাইপাসের ধারে তৃণমূল ভবনে মুকুল রায়কে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান অভিষেক ব্যানার্জি। পাশে ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিও। আর ওই ঘটনার পর পরই মুকুল রায় এর বিধায়ক পদ খারিজ এর দাবিতে হাইকোর্টে মামলা করেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়।

যে মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্তও। শেষ পর্যন্ত দেশের শীর্ষ আদালত এই ব্যাপারে বিধানসভার স্পিকারকে দ্রুত শুনানি শেষ করার নির্দেশ দেয়। এই সময় মুকুল রায়ের আইনজীবী সায়ন্তক দাস দাবি করেন যে, ‘মুকুল রায় কখনোই দলবদল করেননি।’ এরপরই বিধানসভার অধ্যক্ষ জানান, ‘মুকুল রায় বিজেপিতেই আছেন। তাই তার বিধায়ক পদ খারিজের কোনও প্রশ্নই ওঠে না।’ এভাবেই শুক্রবার মুকুল রায়ের বিধায়ক পদ সংক্রান্ত মামলার আপাত সমাপ্তি ঘটল বলা যেতে পারে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.