প্রথম পাতা খবর ভারতীয়দের দেশে ফেরাতে উদ্যোগ দিল্লির, রোমানিয়া ও হাঙ্গেরির আকাশপথ ব্যবহারের পরিকল্পনা কেন্দ্রের

ভারতীয়দের দেশে ফেরাতে উদ্যোগ দিল্লির, রোমানিয়া ও হাঙ্গেরির আকাশপথ ব্যবহারের পরিকল্পনা কেন্দ্রের

255 views
A+A-
Reset

রাশিয়া আর ইউক্রেন এর মধ্যে শুরু হওয়া এই হঠাৎ যুদ্ধের মধ্যে
ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের এবার ফের একবার দেশে ফেরাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে দিল্লি। এই ফেরানোর ক্ষেত্রে বিকল্প পথ হিসেবে বেছে নেওয়া হয়েছে রোমনিয়া ও হাঙ্গেরির আকাশপথকে। এই দুই দেশের সহায়তায় ভারতীয়দের দেশে ফেরানোর পরিকল্পনা কেন্দ্রের। এর পাশাপাশি ইউক্রেনে কোনও বাঙালি আটকে রয়েছেন কিনা সেটাও জানতে প্রতিনিয়ত কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখছে রাজ্য সরকার। ইতিমধ্যেই দিল্লিতে রাজ্যের রেসিডেন্ট কমিশনার বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানানো হয়েছে।

ইউক্রেনে আটকে পড়েছেন বহু আফগান পড়ুয়াও। উদ্বিগ্ন আফগানিস্তানের তালিবান সরকার। দুই দেশের কাছেই যুদ্ধ থেকে বিরত থাকার আর্জি জানিয়েছে তারা।

অপরদিকে ইউক্রেন একাই লড়বে রাশিয়ার সঙ্গে বলে ঘোষণা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কি। তিনি জানিয়েছেন, প্রথন দিন যুদ্ধের পর প্রয়াত হয়েছেন মোট ১৩৭ জন।

এদিকে রাশিয়া ইতিমধ্যেই আক্রমণ করেছে ইউক্রেনের রাজধানী কিভে। যার জেরে তছনছ হয়ে গিয়েছে ওই শহর। বিধস্ত ইউক্রেন। আকাশপথে হামলার পাশাপাশি সীমান্তে ইউক্রেন পেরিয়ে ঢুকে পড়েছে রাশিয়ার পদাতিক সেনাও। মুর্হুমুহু এয়ার স্ট্রাইকে ধ্বংস ইউক্রেনের এয়ারবেস। ধ্বংস একের পর এক সেনা ঘাঁটি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৪০ জন নাগরিক নিহত। এছাড়াও জখম হয়েছেন বহু মানুষ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.