শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে চোটের কবলে পড়লেন ঋতুরাজ গায়কোয়াড়। তাঁর জায়গায় মায়াঙ্ক আগারওয়ালকে দলে আনা হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই।
শনিবার সকালেই বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, চোটের কবলে পড়েছেন তরুণ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। তাঁর ডান হাতের কব্জিতে চোট রয়েছে। এই পরিস্থিতিতে ব্যাট করা সম্ভব নয় ঋতুরাজের। যার জন্য টি-টোয়েন্টি সিরিজের বাকি দু’টি ম্যাচে আর খেলতে পারবেন না তিনি। আপাতত মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। তাঁর এমআরআই হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবার তাঁরে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই উড়ে যেতে হবে। সেখানেই চলবে রিহ্যাব।
প্রথম ম্যাচে যদিও প্রথম একাদশে ছিলেন না ঋতুরাজ। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করে দুরন্ত ইনিংস খেলেছিলেন তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঈশান কিষান। বিসিসিআই জানিয়েছে, ঋতুরাজের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মায়াঙ্ক আগরওয়াল।
শনিবারই শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের জন্য ধরমশালায় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তবে এরসঙ্গে আরও একটি দুঃসংবাদ রয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য। হিমাচলের ধরমশালার আকাশ কালো মেঘে ঢেকেছে। শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে মৌসমভবন। ফলে আদৌ ম্যাচ হবে কিনা সেটা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।