প্রথম পাতা খবর দেশের স্বার্থে টেনিস র‍্যাকেট ছেড়ে অস্ত্র হাতে তুলে নিলেন ইউক্রেনের টেনিস খেলোয়াড় সের্গেই স্ট্যাখভস্কি

দেশের স্বার্থে টেনিস র‍্যাকেট ছেড়ে অস্ত্র হাতে তুলে নিলেন ইউক্রেনের টেনিস খেলোয়াড় সের্গেই স্ট্যাখভস্কি

309 views
A+A-
Reset

ইউক্রেনের বিপদে রাশিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ক্রীড়া বিশ্বের বিভিন্ন তারকারা। এবার নিজের দেশের জন্য র‍্যাকেট ছেড়ে অস্ত্র হাতে তুলে নিলেন ইউক্রেনের টেনিস খেলোয়াড় সের্গেই স্ট্যাখভস্কি।

শনিবার তিনি বলেছেন যে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য দেশের রিজার্ভে যোগ দিয়েছেন। ৩৬ বছর বয়সি স্ট্যাখভস্কি সংবাদ মাধ্যমকে বলেছেন, “অবশ্যই আমি লড়াই করব, এটাই একমাত্র কারণ যে আমি ফিরে আসার চেষ্টা করছি। আমি গত সপ্তাহে রিজার্ভের জন্য সাইন আপ করেছি। আমার সামরিক অভিজ্ঞতা নেই। তবে ব্যক্তিগতভাবে বন্দুক চালানোর অভিজ্ঞতা আছে।”

ইউক্রেনের কিংবদন্তি বক্সার ভিটালি ক্লিচকো বলেছেন, তিনি ও তার ভাই ভ্লাদিমির ক্লিচকো একসাথে তাদের দেশ রক্ষার জন্য অস্ত্র হাতে তুলবেন। রাশিয়া এই সময়ে ইউক্রেন আক্রমণ করেছে। এমন অবস্থায় এই দুই ভাই যুদ্ধে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার আকাশ, স্থল ও সমুদ্র এই তিনটি পথ দিয়েই ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। এখন পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ভিটালি ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র। তিনি ২০১৪ সাল থেকে এই পদে আছেন এবং বলেছেন যে তিনি লড়াই করতে প্রস্তুত।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.