প্রথম পাতা খবর সব জেনে বুঝেও ইউক্রেনের পড়ুয়াদের ফেরাতে এত গড়িমসি কেন? কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ বাংলার মুখ্যমন্ত্রীর

সব জেনে বুঝেও ইউক্রেনের পড়ুয়াদের ফেরাতে এত গড়িমসি কেন? কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ বাংলার মুখ্যমন্ত্রীর

258 views
A+A-
Reset

বুধবার রাজ্যের ১০৮টি পুরসভার ফলাফল প্রকাশ পেল। তাৎপর্যপূর্ণভাবে এদিন দুপুরেই উত্তরপ্রদেশের ভোটপ্রচারের জন্য বারাণসীর উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমান ধরার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি যেমন পুরভোটের ফল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন, তেমনই ইউক্রেন ইস্যু নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দাগলেন।

মুখ্যমন্ত্রীর প্রশ্ন, সব জানা সত্ত্বেও কেন আগে উদ্যোগ নেওয়া হল না? ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের উদ্ধারকাজ নিয়ে কার্যত কেন্দ্রকেই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির হয়ে প্রচারের জন্য এই নিয়ে দ্বিতীয়বার উত্তরপ্রদেশ গেলেন তৃণমূলনেত্রী। তবে এবার তিনি যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় কেন্দ্র বারানসীতে।

বাংলার গণ্ডি ছাড়িয়ে বহু আগেই জাতীয় স্তরে নিজের অবস্থান পাকা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিরোধী দলগুলির প্রধান মুখ হয়ে উঠেছেন তিনি। ফলে জাতীয় স্তরে বিজেপি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কাজকর্মের সমালোচনা করতেও শোনা যায় তাঁর মুখে। বুধবারও কেন্দ্রের বিজেপি সরকারের বিদেশনীতির তীব্র সমালোচনা করলেন তিনি। বললেন, আমি বিদেশনীতি নিয়ে বলতে চাই না। আমরা একসঙ্গে কাজ করতে চাই। কিন্তু রাজনৈতিক ইচ্ছার অভাবে ভারতের পড়ুয়ারা সমস্যায় পড়েছে। সরকার যখন যুদ্ধ সম্পর্কে সব জানত, তাহলে কেন ভারতের পড়ুয়াদের ফেরানো হল না? এটা অবহেলা, আর অবহেলাটা অপরাধ।

উল্লেখ্য, দেশের অভ্যন্তরে প্রবল চাপের পর ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের ভারতে ফেরানোর জন্য কয়েকদিন আগে ‘অপারেশন গঙ্গা’ নামের কর্মসূচি নিয়েছে ভারত সরকার। এমনকি তিনজন কেন্দ্রীয় মন্ত্রীকেও ইউক্রেনের সীমান্তবর্তী দেশগুলিতে পাঠানো হয়েছে। সেই সূত্রেই এদিন মোদি সরকারকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.