প্রথম পাতা খবর বগটুইকাণ্ডে হবে এনআইএ তদন্ত, আগেভাগেই ঘোষণা শুভেন্দুর

বগটুইকাণ্ডে হবে এনআইএ তদন্ত, আগেভাগেই ঘোষণা শুভেন্দুর

270 views
A+A-
Reset

রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনার তদন্তের ভার যেতে পারে কেন্দ্রীয় সংস্থা এনআইএ-র হাতে। বুধবার এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বগটুই গ্রামের উদ্দেশে যাওয়ার আগে বীরভূমের সিউড়িতে যান শুভেন্দু। সেখানেই তিনি সংবাদমাধ্যমের সামনে এমন দাবি করেন।

রামপুরহাটের ঘটনার পর থেকেই বিজেপি কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্তের দাবি তুলতে শুরু করে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাষ্ট্রপতি শাসন জারির পরিস্থিতি তৈরি হয়েছে বলেও দাবি করেন। বিজেপি-র একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল শুক্রবার বগটুই যাবে বলে জানানো হয়েছে। আসতে পারে স্বরাষ্ট্র মন্ত্রকের কোনও প্রতিনিধি দলও। সে সবের মধ্যেই শুভেন্দু এনআইএ তদন্তের সম্ভাবনা উস্কে দিলেন।

বুধবার সকালে বিজেপি বিধায়করা কলকাতা থেকে বাসে রামপুরহাটের উদ্দেশে রওনা দেন। অন্য দিকে, শুভেন্দু ছিলেন আসানসোলে। লোকসভা উপনির্বাচনে প্রার্থী অগ্নিমিত্রা পালের মনোনয়ন জমার পরে আসানসোল থেকে রামপুরহাটের উদ্দেশে রওনা দেন শুভেন্দু। পথে সিউড়িতে বিজেপি দফতরে কিছু ক্ষণ দাঁড়ান। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃহস্পতিবারের রামপুরহাট সফর প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘‘উনি আসছেন এই কারণে, যদি এনআইএ অথবা সিবিআই তদন্ত হয়, তা হলে তার তথ্য প্রমাণ লোপাট করতে হবে।’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘এক জন মহিলার রাজত্বে ৮ জন মহিলাকে পুড়িয়ে মেরে দেওয়া হল। এখনই পদত্যাগ করা উচিত।’’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.