প্রথম পাতা খবর বঙ্গ-সফরে এসে বাংলায় ট্যুইট অমিত শাহের, হিঙ্গলগঞ্জে ভাসমান BSF আউটপোস্ট উদ্বোধন

বঙ্গ-সফরে এসে বাংলায় ট্যুইট অমিত শাহের, হিঙ্গলগঞ্জে ভাসমান BSF আউটপোস্ট উদ্বোধন

298 views
A+A-
Reset

বিধানসভা নির্বাচনের পর প্রথমবার বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’দিনে সফরে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর।হিঙ্গলগঞ্জে পৌঁছলেন অমিত শাহ।  বিএসএফের অনুষ্ঠানে যোগ দিলেন অমিত শাহ। নর্মদা, কাবেরি ও সুতলেজ – তিনটি অত্যাধুনিক জলযানের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সুন্দরবনে বোট অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় বিমানবন্দরে নামার পরে যাঁরা স্বাগত নানা, তাঁরা হলেন শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক, সুকান্ত মজুমদারের মতো নেতা-মন্ত্রীরা। পরে তাঁদের ডেকে নেন অমিত শাহ। তাঁদের সঙ্গে নিয়ে হেলিকপ্টারে হিঙ্গলগঞ্জে যান তিনি। 
অন্যদিকে,দু’দিনের বঙ্গ-সফরে এসে বাংলার ট্যুইট অমিত শাহের। তিনি লেখেন, ‘দুই দিনের পশ্চিমবঙ্গ সফরে কলকাতায় পৌঁছালাম। বিভিন্ন অনুষ্ঠানে যোগদান এবং আমাদের বাংলার বোন ও ভাইদের সাথে আলাপচারিতার জন্য উন্মুখ হয়ে আছি।’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.