প্রথম পাতা খবর দৈনিক আক্রান্ত ৭ হাজার ছাড়াল, এক ধাক্কায় সংক্রমণ বাড়ল প্রায় ৪০ শতাংশ

দৈনিক আক্রান্ত ৭ হাজার ছাড়াল, এক ধাক্কায় সংক্রমণ বাড়ল প্রায় ৪০ শতাংশ

288 views
A+A-
Reset

দৈনিক সংক্রমণ এবার ৭ হাজার ছাড়াল। এক ধাক্কায় সংক্রমণ বাড়ল প্রায় ৪০ শতাংশ। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমণ হয়েছে ৩ হাজার ৯২৬ জন। করোনা সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করে দিয়েছে দেশে। মহারাষ্ট্র, কেরল নিয়ে উদ্বেগ বেড়েছে। মহারাষ্ট্রে নতুন করে মাস্কবিধি কড়া করা হয়েছে। পশ্চিমবঙ্গেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে।

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমণ হয়েছে ৩ হাজার ৯২৬ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। দৈনিক সংক্রমণের আচমকা বেড়ে যাওয়ায় চিন্তা বাড়ছে চিকিৎসক মহলে। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেস ৩২ হাজার ৪৯৮টি। একদিনেই তা বেড়েছে প্রায় সাড়ে ৩ হাজার। কোভিড গ্রাফ আচমকা ঊর্ধ্বমুখী হওয়ায় চিন্তার ভাঁজ স্বাস্থ্যমন্ত্রকের কপালে।

মাস্ক-স্যানিটাইজার-শারীরিক দূরত্বের পাশাপাশি করোনা রুখতে সবচেয়ে জরুরি হল গণ-টিকাকরণ। আপাতত দেশজুড়ে টিকাকরণেই জোর দিচ্ছে সরকার। ইতিমধ্যেই দেশের ১৯৪ কোটি ৫৯ লক্ষ ৮১ হাজার ৬৯১ জনকে টিকা দেওয়া হয়েছে।

আরও পড়ুন :

ভবানীপুরে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ২

আমি খুব মর্মাহত ! ‘‌কোনও অপরাধী ছাড়া পাবে না’, ভবানীপুরে গিয়ে বার্তা মমতার

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.