প্রথম পাতা খবর শুভেন্দুর গ্রেফতারের দাবিতে সোচ্চার তৃণমূল, সল্টলেক সিজিও কমপ্লেক্স সহ তিন জায়গা অবস্থান কর্মসূচি

শুভেন্দুর গ্রেফতারের দাবিতে সোচ্চার তৃণমূল, সল্টলেক সিজিও কমপ্লেক্স সহ তিন জায়গা অবস্থান কর্মসূচি

265 views
A+A-
Reset

শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে সোচ্চার হবে তৃণমূল। সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে শুরু করে রাজ্যের তিন জায়গায় অবস্থান কর্মসূচি নিয়ে শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে সরব হবেন শাসকদলের নেতারা। পাশাপাশি
শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিতে রাজভবনের মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে দেখা করবেন তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধিদল। বিরোধী দলনেতার গ্রেফতারের দাবিতে স্মারকলিপি দেবেন।
সোমবার সল্টলেকে ছাত্র-যুবদের বিক্ষোভ। সেদিন সভা ও মিছিল হবে হলদিয়া ও কাঁথিতেও। কাঁথির শান্তিকুঞ্জ পর্যন্ত এই মিছিল যাবে। সাংবাদিক সম্মেলনে বললেন কুণাল ঘোষ।
সারদা-নারদা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করার দাবিতে আন্দোলনে নামছে তৃণমূল। শনিবার সাংবাদিক বৈঠকে এই কথা জানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। আগামী ২৭ জুন, সোমবার শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে একাধিক কর্মসূচি রেখেছে তৃণমূল।
বিভিন্ন প্রকল্প পাস করিয়ে দেওয়ার টাকা নিয়েছেন, তাও আবার ‘ব্ল্যাকমেল’ করে! শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন। শুধু তাই নয়, আদালতে চিঠিও দিয়েছেন তিনি। সাংবাদিকদের যা বলেছেন, সেই ভিডিয়োটিকে হাতিয়ার করে এবার শুভেন্দু অধিকারীর উপর চাপ বাড়ানোর কৌশল নিল তৃণমূল।
সোমবার একাধিক মিছিল এবং সভা করার পর মঙ্গলবার একই দাবিতে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে দরবার করবেন তৃণমূলের আট জনের এক প্রতিনিধিদল। ওই দলের নেতৃত্ব দেবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
ওই একই দিনে তিনটি কর্মসূচি রাখা হয়েছে। দ্বিতীয় কর্মসূচি হবে হলদিয়াতে। দুপুর ৩টেয় হলদিয়ার দুর্গাচক মোড়ে বিক্ষোভ মিছিল এবং জনসভা আয়োজন করা হয়েছে। সেই সভায় মুখ্য বক্তা থাকবেন মানস ভুঁইয়া এবং রাজীব বন্দ্যোপাধ্যায়। একই সময় ওই দিন সভা হবে শুভেন্দুর এলাকা কাঁথিতে। সেখানে বিক্ষোভ মিছিল এবং সভা করা হবে। নেতৃত্ব দেবেন অখিল গিরি।

আরও করুন : পাহাড়ে জিটিএ নির্বাচন, ভোট দেবেন না বিমল গুরুং, শিলিগুড়ি মহকুমা পরিষদের অশান্তি

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.