প্রথম পাতা খবর খড়্গপুরে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ

খড়্গপুরে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ

310 views
A+A-
Reset

খড়্গপুরে চলল গুলি, তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃত্যু হয়েছে ভেঙ্কট ওরফে প্রসাদ রাও নামে বছর চল্লিশের এক ব্যবসায়ীর। পশ্চিম মেদিনীপুরের ওল্ড সেটেলমেন্ট এলাকার ঘটনা।ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, মৃতের নাম ভেঙ্কট রাও। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পুলিশ সূত্রের খবর, সোমবার রাত ১০টা নাগাদ মাতা মন্দিরের কাছে দাঁড়িয়ে ছিলেন ভেঙ্কট। স্কুটিতে করে মুখঢাকা তিন যুবক এসে প্রসাদকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। সঙ্গে সঙ্গেই গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ভেঙ্কট। তাঁকে উদ্ধার করে খড়্গপুর রেলওয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, ব্যবসা সংক্রান্ত বিষয়ে শত্রুতা থেকে খুন করা হয়ে থাকতে পারে ভেঙ্কটকে। হামলার কারণ খতিয়ে দেখছে খড়গপুর টাউন থানার পুলিশ। কী কারণে এই ঘটনা, কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন :

মুম্বইয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, মৃত এক

‘ধান ফিরিয়ে দিলে থানায় গিয়ে এফআইআর করুন, কড়া বার্তা মমতার

মনোনয়ন পেশ করলে বিরোধীদের মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা

ঊর্ধ্বমুখী কোভিডের দৈনিক সংক্রমণ গ্রাফ

অতি বর্ষণে ভাসছে উত্তর, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টি নয়

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.