প্রথম পাতা খবর স্বেচ্ছায় সহবাস, সম্পর্ক ভেঙে গেলে ধর্ষণের অভিযোগ নয়, রায় দিল সুপ্রিম কোর্ট

স্বেচ্ছায় সহবাস, সম্পর্ক ভেঙে গেলে ধর্ষণের অভিযোগ নয়, রায় দিল সুপ্রিম কোর্ট

289 views
A+A-
Reset

স্বেচ্ছায় সহবাস, সম্পর্ক ভেঙে গেলে ধর্ষণের অভিযোগ নয়, রায় দিল সুপ্রিম কোর্ট। দুজনের ইচ্ছায় সম্পর্ক, সহবাস। কিন্তু সেই সম্পর্কের ইতি হলেই অনেক মহিলা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ তোলে। যা নিয়ে হইচই সৃষ্টি হয়। কিন্তু এই সহবাস সংক্রান্ত মামলায় শনিবার বড় রায় দিল দেশের সর্বোচ্চ আদালত।

এক মহিলা অভিযোগ জানিয়েছিলেন তিনি এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গিয়েছিলেন। তাঁদের একটি কন্যা সন্তানও আছে। পরে তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। রাজস্থানের ওই যুবকের বিরুদ্ধে তিনি ধর্ষণ, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা করেন। এদিকে রাজস্থান হাইকোর্ট ওই যুবকের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। এরপর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

সেই মামলার শুনানিতেই আজ শীর্ষ আদালত জানিয়েছে, অভিযোগকারী মহিলা স্বেচ্ছায় অভিযুক্তের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। তাই এখন সম্পর্ক ভেঙে যাওয়ায় এই অভিযোগ আসতে পারে না। যদিও সুপ্রিম কোর্টের বিচারপতি হেমন্ত গুপ্ত ও বিক্রম নাথের বেঞ্চ জানিয়েছে এই পর্যবেক্ষণ কেবল মাত্র জামিনের শুনানির জন্য।

সুপ্রিম কোর্ট জানাল, স্বেচ্ছায় সহবাস হওয়ার পর সম্পর্ক তিক্ত হলেই ধর্ষণের অভিযোগ আনা যাবে না। আদালতের স্পষ্ট বক্তব্য, কোনও মহিলা যদি স্বেচ্ছায় কোনও পুরুষের সঙ্গে সহবাস করেন, তাহলে পরে তিনি তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনতে পারবেন না।

আরও পড়ুন :

শিয়ালদা পর্যন্ত চাকা গড়াতেই ইস্ট-ওয়েস্ট যাত্রী বাড়ল প্রায় ১০ গুণ, লক্ষ্মী লাভের আশা মেট্রোর

দিল্লিতে ভেঙে পড়ল নির্মীয়মাণ গুদাম, মৃত ৫, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

দেশের সেরার তালিকায় কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়

ভারতে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের সন্ধান, নজরদারি কেন্দ্রের

আজ থেকেই শুরু বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ! কোথা থেকে পাবেন টিকা? জেনে নিন

নারী পুরুষে বৈষম্যে আজ ভারত কোথায় দাঁড়িয়ে

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.