প্রথম পাতা খেলা বাংলার কোচ হিসাবে সম্ভবত দায়িত্ব নিতে চলেছেন লক্ষ্মীরতন শুক্লা

বাংলার কোচ হিসাবে সম্ভবত দায়িত্ব নিতে চলেছেন লক্ষ্মীরতন শুক্লা

308 views
A+A-
Reset

সদ্যই বাংলার কোচের দায়িত্ব ছেড়েছিলেন অরুণ লাল। তারপরে বাংলার কোচের দায়িত্ব কে নিতে চলেছিল, সেই নিয়ে এতদিন জল্পনা চলছিলই। বাংলার কোচ হিসাবে সম্ভবত দায়িত্ব নিতে চলেছেন দলের প্রাক্তন কিংবদন্তি অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লা। এখনও অবধি সরকারিভাবে সিএবির তরফে কিছু জানানো না হলেও, সবকিছু ঠিকঠাক মঙ্গলবারই বাংলা কোচ হিসাবে লক্ষ্মীরতনের নামে শিলমোহর পড়তে চলেছে।

খবর যা, তাতে সিএবি (CAB) মঙ্গলবারই লক্ষ্মীর নাম আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে ঘোষণা করে দেবে। সিএবি সূত্র বলা হল যে, নতুন কোচকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করা হবে। রামন–শোনা গেল তিনি আপাতত আসছেন এক বছরের চুক্তিতে।

বাংলা ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ম্যাচ উইনার লক্ষ্মী। বহু ম্যাচে দিনের পর দিন একা ব্যাটিং-বোলিং করে টিমকে জিতিয়ে দিয়েছেন। ডাকসাইটে, লড়াকু মানসিকতার ক্রিকেটার হিসেবে তাঁকে চেনে ময়দান। কোনও সন্দেহ নেই, লক্ষ্মী-রামনের জুটিতে বাংলা ক্রিকেট আরও উপকৃত হতে চলেছে।

আরও পড়ুন :

মাঙ্কিপক্সের ৩ উপসর্গে উদ্বেগ বাড়াচ্ছে বিশেষজ্ঞদের

অন্যায়কে আমি সমর্থন করি না: মমতা

‘বঙ্গবিভূষণ’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদের হাট

আজ থেকে লোকাল ট্রেনের প্রতিটি কোচে বসছে টিভি

“ভালো নেই” বললেন মন্ত্রী ভুবনেশ্বর AIIMS-এ পার্থ, চলছে মেডিক্যাল পরীক্ষা

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.