প্রথম পাতা খবর মাঙ্কিপক্সের ৩ উপসর্গে উদ্বেগ বাড়াচ্ছে বিশেষজ্ঞদের

মাঙ্কিপক্সের ৩ উপসর্গে উদ্বেগ বাড়াচ্ছে বিশেষজ্ঞদের

68 views
A+A-
Reset

ভারতে থাবা বসিয়েছে মাঙ্কিপক্স। ইতিমধ্যে দিল্লি, কেরালায় মাঙ্কিপক্সে আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। এবার নয়া ৩ উপসর্গে উদ্বেগ বাড়াচ্ছে বিশেষজ্ঞদের। আপাতত ৭৫টি দেশে মাঙ্কিপক্সে আক্রান্তের হদিশ মিলেছে। সারা বিশ্বে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৬ হাজার।

দি নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত গবেষণায় জানা গিয়েছে যে স্বাভাবিক ত্বকের সমস্যা ও মাঙ্কিপক্সের ভাইরাস দ্বারা সৃষ্ট ফুসকুড়ির পাশাপাশি আরও তিনটি গুরুতর উপসর্গের দেখা মিলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মাঙ্কিপক্সকে গ্লোবাল ইমার্জেন্সি হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে মাঙ্কিপক্সের ভয়ে রীতিমত ত্রস্ত সারা বিশ্ব।

একজন থেকে অন্যজনের শরীরে সংক্রমণ ঘটাতে সক্ষম। ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে যে লক্ষণগুলি দেখা দিতে পারে তা অনেকেরই এখন জানা। তবে, সাম্প্রতিক একটি গবেষণায় জানা গিয়েছে যে ভাইরাসের কারণে সাধারণ লক্ষণগুলির থেকে আরও বেশি কিছু উপসর্গ দেখা দিয়েছে। মাঙ্কিপক্সের প্রাথমিক উপসর্গগুলি হল, জ্বর, মাথাব্যথা, পেশিতে ব্যথা, পিঠে ব্যথা, শীত শীত বোধ হওয়া ইত্যাদি। তারপর ধীরে ধীরে মুখে, হাতে ও পায়ের তালুতে র‍্যাশ বের হতে দেখা যায়। এমনকি এই র‍্যাশগুলি কিছুদিন পর ফোস্কার মত আকার ধারণ করে। গুরুতর হলে ত্বকের উপর ক্ষতি সৃষ্টি করে।

আরও তিনটি গুরুতর উপসর্গের দেখা মিলেছে। যৌনাঙ্গে ক্ষত, মুখে ঘা, মলদ্বারে ঘা, এই তিন উপসর্গ ছাড়া সাধারণ জ্বর, পিঠে ব্যথা, গলা ব্যথা, লিম্ফ নোড ফোলা, মাথা ব্যথা, ত্বকের ক্ষত, ফোসকা, চরম ক্লান্তি সৃষ্টি করে। মাঙ্কিপক্সের অস্বাভাবিক কিছু লক্ষণ রয়েছে, তার মধ্যে হল মুখের মধ্যে ঘা, পায়ুতে ঘা, আলসার।

আরও পড়ুন :

অন্যায়কে আমি সমর্থন করি না: মমতা

‘বঙ্গবিভূষণ’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদের হাট

আজ থেকে লোকাল ট্রেনের প্রতিটি কোচে বসছে টিভি

“ভালো নেই” বললেন মন্ত্রী ভুবনেশ্বর AIIMS-এ পার্থ, চলছে মেডিক্যাল পরীক্ষা

ভারতের ১৫-তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.