বুধবার বিভিন্ন জায়গায় নতুন করে তল্লাশিতে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি। টিটাগড়ে এক বেসরকারি সংস্থার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘চব্বিশে বিজেপি আসবে না, আসবে না, আসবে না।
‘তাঁর কথায়, ‘এরা ভাবছে, এজেন্সি দিয়ে বাংলাকে জব্দ করবে, স্তব্ধ করবে। আমি বলি আগে রয়্যাল বেঙ্গলের সঙ্গে লড়ো, কুমিরের সঙ্গে লড়ো, সত্যিকারের সিংহের সঙ্গে লড়ো, হাতি মায়ের সঙ্গে লড়ো, এমনকী নেংটি ইঁদুরের সঙ্গে লড়ো।’
এদিন এজেন্সি সম্পর্কে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই তো ববি বলছিল, সকাল থেকে নাকি আমার পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। জিজ্ঞেস করছে, বাড়ি কোথায়। আরে আমার বাড়ি তো সবাই চেনে, আয় না।’
২০২৪-এ বিজেপি ক্ষমতায় আসবে না, প্রায় নিশ্চিত তিনি। “আমি নিজে আত্মবিশ্বাসী না হলে একথা বলতাম না৷ ২০২৪-এ বিজেপি আসবে না, আসবে না, আসবে না,” টিটাগড়ে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন :
নতুন চিন্তা-ভাবনা আনতে চাই’, কোচের দায়িত্ব নিয়ে জানালেন লক্ষ্মী
কার্গিল বিজয় দিবসের আজ ২৩ বছর পার
চিরঘুমে পদ্মশ্রী প্রাপ্ত জনদরদী চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়
বাংলার কোচ হিসাবে সম্ভবত দায়িত্ব নিতে চলেছেন লক্ষ্মীরতন শুক্লা