প্রথম পাতা খবর কেষ্টর পাশে দিদি, আত্মবিশ্বাসে ফুটছেন অনুব্রত মণ্ডল

কেষ্টর পাশে দিদি, আত্মবিশ্বাসে ফুটছেন অনুব্রত মণ্ডল

262 views
A+A-
Reset

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে মুখই খোলেননি মমতা। মন্ত্রিসভা থেকে পার্থকে সরিয়েও দিয়েছেন। রবিবার পার্থর বিধানসভা এলাকাতে গিয়ে পার্থ নয়, বরং সরাসরি অনুব্রতর পাশে দাঁড়ান মমতা। বলেন, ”আর কতজনকে গ্রেফতার করবে?কী দোষ করেছে ও? সোমবার অনুব্রত সঙ্গে দেখা করেন তাঁর আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা। তাঁকে অনুব্রত বলেন, জানতাম মমতা বন্দ্যোপাধ্য়ায় আমার পাশে দাঁড়াবেন। আমি কোনও দোষ করিনি। অনুব্রত মণ্ডলের আইনজীবী আজ জেলে তাঁর সঙ্গে সাক্ষাত করেন। সেখান থেকে বেরিয়ে এসে একথা জানালেন অনির্বাণ।

সূত্রের খবর আইনজীবীর মাধ্যমে গরু পাচারকাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডল বিশেষ বার্তা দিয়েছেন। সূত্রের খবর, সেই বার্তায় তিনি জানিয়েছেন, জানতাম দিদি পাশে থাকবেন। আমি নির্দোষ। অন্যায়ভাবে সিবিআই আমাকে গ্রেফতার করেছে। নেত্রীর বার্তায় তিনি যে খুশি একথাও জানিয়েছেন অনুব্রত। এনিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিরোধীরা। নির্বাণবাবু বলেন, উনি জানতেন মাননীয় মুখ্যমন্ত্রী ওকে ভরসা জুগিয়েছেন। নিজের দলের নেত্রী ওকে সমর্থন করেছেন তাতে ওঁর আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে।

আরও পড়ুন :

করা হল পুষ্পবৃষ্টি, রেড রোডে স্বাধীনতা দিবস পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী

স্বাধীনতার লড়াইয়ে স্মরণীয় বীরদের শ্রদ্ধার্ঘ্য

দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে,  পরিবারতন্ত্রকে নিশানা মোদীর

অনুব্রতর গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলে ‘কেষ্ট’র পাশেই ‘দিদি’

স্বাধীনতা সংগ্রামে ভারতীয় নারীদের অবদান

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.