প্রথম পাতা খবর ‘কার সিবিআই দেখার দরকার নেই৷ পাবলিকের টাকায় চলছে’, আক্রমণাত্মক দিলীপ

‘কার সিবিআই দেখার দরকার নেই৷ পাবলিকের টাকায় চলছে’, আক্রমণাত্মক দিলীপ

285 views
A+A-
Reset

একের পর এক বিরূপ মন্তব্যে শিরোনামে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির। সিবিআই-এর ভূমিকা নিয়ে তার মন্তব্যে বেজায় অস্বস্তিতে রাজ্য বিজেপি৷ আলটপকা মন্তব্যের জন্য ফের একবার কেন্দ্রীয় নেতৃত্বের নজরে পড়েছেন তিনি৷ তা সত্ত্বেও নিজের অবস্থানেই অনড় বিজেপি নেতা দিলীপ ঘোষ৷ এ দিনও তিনি স্পষ্ট বলেন, ‘কার সিবিআই দেখার দরকার নেই৷ পাবলিকের টাকায় চলছে, খারাপ লাগলে বলতে পারব না?’ এখানেই না থেমে থেকে দিলীপ বলেন, ‘সাধারণ মানুষের জন্য রাজনীতি করি৷ রাজ্যে পরিবর্তনের জন্য লড়াই করছি৷ কাউকে সন্তুষ্ট করার জন্য রাজনীতি করি না৷’

মঙ্গলবার সকালেও ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ। সেখানেই ফের সিবিআই প্রসঙ্গে কড়া মন্তব্য করেন। দিলীপ ঘোষের কথায়, “আমাদের উপর অত্যাচার হয়েছে। কম করে ১০০ কর্মীর দেহে মাল্যদান করতে হয়েছে। কিন্তু পুলিশ কিছু করেনি। পুলিশের উপর ভরসা ছিল না বলেই আদালতে গিয়েছি, সিবিআই তদন্ত চেয়েছি। তারপরও বিচার না পেলে কিছু বলব না?” নাম না করলেও অমিত শাহ ও স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতি যে বিরক্ত এদিন দিলীপ তা বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেন, “সিবিআই কার আমার দেখার দরকার নেই। পাবলিকের টাকায় চলে। আমি যদি বিচার না পাই আমি বলবই। কারণ, আমি কাউকে খুশি করার জন্য রাজনীতি করি না। বাংলার মানুষের জন্য করি।” কেন্দ্র রিপোর্ট তলব সত্ত্বেও ফের দিলীপের সিবিআইকে আক্রমণ ইঙ্গিতবাহী বলেই মনে করছে ওয়াকিবহল।

কলকাতায় যে অব্যবস্থা চলছে তারপরেও এই শহরের মানুষ তৃণমূলকেই ভোট দেবে। এই সেই প্রসঙ্গেই তাঁর মন্তব্য, ‘বিজেপি কলকাতায় কবে সিট পেয়েছে? কলকাতার লোক দুর্নীতি নিয়ে ভাবে না। নিজের সুবিধা নিয়েই থাকে। গোটা রাজ্যে প্রতিবাদ চলছে। কলকাতায় প্রতিবাদ কোথায়? তারা নিজেরা নিজেদের নিয়ে থাকেন। আমি যা বলি সত্য বলি। কারও খারাপ লাগলে আমার কিছু করার নেই। কারও যদি দম থাকে, কলকাতায় বিজেপিকে জিতিয়ে দেখাক। এখানকার বাঙালিদের এটাই ক্যারেকটার। কালিঘাটের কাছে থাকি। আনন্দে থাকি। ভিখারি হয়ে থাকি। কিচ্ছু যায় আসে না। পুজোর টাকা পেয়ে খুশি থাকি।’

আরও পড়ুন :

কালো মেঘে ঢাকল আকাশ, সকাল থেকে শুরু বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

প্রকাশ্যে সোনমের ছেলের প্রথম ছবি

দুর্গাপুজো বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সিবিআই নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের জের, রিপোর্ট চাইল বিজেপির দিল্লি নেতৃত্ব

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.