বগটুই গণহত্যাকাণ্ডে আরও সাতজনকে গ্রেফতার করল সিবিআই। মঙ্গলবার ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। সিবিআই সূত্রে খবর, তদন্তে ধৃতদের যোগ থাকার সূত্র খুঁজে পায় সিবিআই । সোমবার বিভিন্ন জায়গা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে সিবিআই । ধৃতদের নাম নুর আলি শেখ, শের আলি শেখ, বিকির আলি শেখ, আসিফ শেখ, জসিফ শেখ, সাইদুল শেখ, ও জামিনুল শেখ। ২১ মার্চ বগটুই কাণ্ডের পর তদন্তে নামে সিবিআই। তদন্তে ধৃতদের যোগ থাকার সূত্র খুঁজে পায় সিবিআই ।গতকাল বিভিন্ন জায়গা থেকে তল্লাশি অভিযানে অভিযুক্তদের গ্রেফতার করে সিবিআই।
বগটুই অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে এই গ্রেফতারি নিয়ে সিবিআই আধিকারিকরা মুখ খুলতে চাননি। তবে সূত্রের খবর, ধৃতরা সকলে বগটুই গ্রামের বাসিন্দা এবং নিহত পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের ঘনিষ্ঠ। ধৃতদের মধ্যে পাঁচজনের নাম – নূর আলি শেখ, শের আলি শেখ, আশিস শেখ, জসিফ শেখ, খায়রুল শেখ। সিবিআই তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এরা সকলেই ঘটনার দিন অগ্নিকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। তবে গোটা বিষয়টি বিশদে জানার জন্য তাদের নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই। আদালতে পেশ করে সেই আবেদনই জানায় তদন্তকারীরা। এর আগে সিবিআই চার্জশিটে আনারুল হোসেনকে বগটুই গণহত্যার মাস্টারমাইন্ড বলে উল্লেখ করে।সিবিআই-এর বক্তব্য, আনারুলের উস্কানিতেই গ্রামে গণহত্যার মতো ঘটনা ঘটেছিল। সিবিআই-এর বক্তব্য, ভাদু শেখ খুনের পর আনারুলই রামপুরহাট হাসপাতালে গিয়ে গ্রামবাসীদের উস্কে দিয়েছিল। সেই উস্কানির পরেই বোমা-লাঠি, পেট্রোল নিয়ে গ্রামের দিকে যায় উন্মত্ত জনতা। চলে ভাঙচুর, আগুন লাগানো।
আরও পড়ুন :
স্ক্রাব টাইফাস আতঙ্কে ভুগছে দুই মেদিনীপুর
‘কার সিবিআই দেখার দরকার নেই৷ পাবলিকের টাকায় চলছে’, আক্রমণাত্মক দিলীপ
কালো মেঘে ঢাকল আকাশ, সকাল থেকে শুরু বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি
প্রকাশ্যে সোনমের ছেলের প্রথম ছবি