কলকাতা: কয়লা পাচার মামলায় শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে তলব করেছে ইডি। সকাল ১১টায় তাঁকে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। তবে তার আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি।
গত ২৯ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে অভিষেককে ফের ইডি তলব করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাকতালীয় ভাবে ঠিক তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকালেই কয়লা পাচার কাণ্ডে এবার অভিষেককে তলব করে ইডি। এর আগেও তলব করা হয়েছিল তাঁকে। একাধিকবার তাঁকে দিল্লিতে তলব করা হয়েছিল। এ বার আদালতের নির্দেশ মেনেই দিল্লির বদলে কলকাতায় তলব করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে৷
এ দিন ১০টা বেজে ৪৩ মিনিটে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যায় তৃণমূল সাংসদের কালো রঙের সেডান গাড়ি। নির্দিষ্ট সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। তাঁকে কে জিজ্ঞাসাবাদ উপলক্ষে আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গোটা সিজিও কমপ্লেক্স জুড়ে।
ইডি সূত্রে খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন ইডির পাঁচ জন স্পেশাল অফিসার। অভিষেককে জিজ্ঞাসাবাদ উপলক্ষে দিল্লি থেকে কলকাতায় এসেছে ইডির ওই পাঁচ সদস্যের টিম। যাঁরা প্রত্যেকেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ‘মানবতাই আমাদের ধর্ম’, পুজো শুরুর ঘোষণা করে বার্তা মুখ্যমন্ত্রীর