প্রথম পাতা খবর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি হলুদ সর্তকতা

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি হলুদ সর্তকতা

281 views
A+A-
Reset

কলকাতা: ফের নিম্নচাপের ভ্রুকুটি! শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্ট‌িপাতের পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিম-মধ্য এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সুস্পষ্ট হবে। এর জেরে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে দক্ষিণবঙ্গের তিন জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। পর দিন রবিবার, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর পর সোমবার কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে, হলুদ সতর্কতা। আগামী মঙ্গলবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, বীরভূম এবং মালদহে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপের জেরে বাংলার উপকূলে ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে

মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। পশ্চিম মধ্য ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হবে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে এটি ক্রমশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঢুকবে। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে শক্তিশালী এই নিম্নচাপ ক্রমশ স্থলভাগে প্রবেশ করবে। প্রভাবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও বাংলা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন: গৃহবধূকে গণধর্ষণ: তদন্তে ধৃত ২ বিএসএফ জওয়ানকে নিয়ে ঘটনাস্থলে পুলিশ

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.