প্রথম পাতা খবর ফের বড়ো সাফল্য! দেশের মধ্যে দক্ষতার তালিকায় সেরা বাংলার পড়ুয়ারা

ফের বড়ো সাফল্য! দেশের মধ্যে দক্ষতার তালিকায় সেরা বাংলার পড়ুয়ারা

293 views
A+A-
Reset

কলকাতা: আবারও এক বড়ো সাফল্য! আন্তর্জাতিক স্তরে ন্যূনতম দক্ষতার মাপকাঠি দেশের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের পড়ুয়ারা। রবিবার টুইট করে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আন্তর্জাতিক স্তরে ন্যূনতম দক্ষতার মাপকাঠির ভিত্তিতে বিভিন্ন রাজ্যের পড়ুয়াদের মান নিয়ে সমীক্ষা চালিয়েছে ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)। ওই সমীক্ষা বলছে দেশের মধ্যে এই মাপকাঠিতে সবার প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গের পড়ুয়ারা। সে কথাই টুইটারে শেয়ার করলেন মুখ্যমন্ত্রী।

টুইটারে তিনি লেখেন, “অত্যন্ত আনন্দ এবং গর্বের সঙ্গে আমি জানাচ্ছি দেশের মধ্যে ফের এক নম্বর স্থান অধিকার করেছে বাংলা। আন্তর্জাতিক স্তরে ন্যূনতম দক্ষতার মাপকাঠিকে ছাপিয়ে গিয়েছে বাংলার ছাত্রছাত্রীরা। দেশের মধ্যে এই দক্ষতার তালিকায় সেরা এ রাজ্যের পড়ুয়ারা। এক অনন্য নজির গড়েছে তারা”।

তিনি আরও লেখেন, “এনসিইআরটি এই সমীক্ষাটি করেছে। যা প্রকাশ করেছে ভারত সরকারের শিক্ষামন্ত্রক। সমস্ত ছাত্রছাত্রীকে, তাদের অভিভাবক এবং শিক্ষামহলকে আমার আন্তরিক অভিনন্দন”।

আরও পড়ুন: নবান্ন অভিযানে বিজেপি-র খরচ ১১ কোটি! বিস্ফোরক দাবি তৃণমূলের মুখপত্রে

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.