কলকাতা: নিম্নচাপের ভ্রুকুটি। শনি-রবিবার ভিজল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পুজোর আগে দক্ষিণবঙ্গে প্রবল পরিমাণে বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ায়। আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। পশ্চিম ও উত্তরের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামীকাল দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও হাওড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। সোমবার কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে বৃষ্টি হলেও গলদঘর্ম অবস্থা থেকে রেহাই মিলছে না। বাড়ছে অস্বস্তি। ভ্যাপসা প্যাচপ্যাচে গরম থেকেও মিলছে না রেহাই। এমন পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, বৃষ্টি কি মাটি করবে পুজোর আনন্দ?
এ বিষয়ে আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদদের আশ্বাস, “পুজোতে এখনও বেশ কিছুটা সময় বাকি। সে ক্ষেত্রে এখন থেকে সেই সময় কেমন আবহাওয়া থাকবে তা বলা সম্ভব নয়। ফলে পুজোর সময় ঘূর্ণাবর্ত তৈরি হবে কি না, তা এখন থেকে কোনো ভাবেই বলা সম্ভব নয়।”
অন্য দিকে, শুক্রবারের নিম্নচাপটি বর্তমানে বেশ কিছুটা শক্তি বাড়িয়েছে। গভীর নিম্নচাপে পরিণত হলে দক্ষিণবঙ্গে চার দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দক্ষিণ ওড়িশার উপর যে নিম্নচাপটি ছিল, তা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে বলেই ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: ‘নতুন তৃণমূল’ নিয়ে নিজের ভাবনার কথা স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়