কলকাতা: একশো দিনের কাজে টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। বিপুল পরিমাণ টাকা বকেয়া কেন্দ্রের কাছে। প্রাপ্য আদায়ে একাধিকবার কেন্দ্রকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কাজ হয়নি। এ বার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।
জনস্বার্থ মামলাটিতে মুখ্যমন্ত্রীর চিঠির কথা তুলে ধরা হয়েছে। উল্লেখ করা হয়েছে, এখনও পর্যন্ত প্রায় সাড়ে ৬০০০ কোটি টাকা বকেয়া। তাতে কাজ করতে অসুবিধা হচ্ছে। মামলাটি গৃহীত হয়েছে উচ্চ আদালতে।
হাইকোর্টে জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন আবু সোহেল নামে এক আইনজীবী। তাঁর অভিযোগ, কেন্দ্রের ‘বঞ্চনা’র জেরে গ্রামাঞ্চলে কাজ বন্ধ হয়ে গিয়েছে। একশো দিনের কাজ বন্ধের জেরে অস্থায়ী শ্রমিকদেরও উপার্জন বন্ধ হয়ে গিয়েছে। গ্রামের খেটে খাওয়া মানুষ দুর্দশার মধ্যে রয়েছেন।
রাজ্যের কৃষিমন্ত্রী বারবার কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাঁর ফোন ধরা হচ্ছে না বলে অভিযোগ। আদালতে সেই তথ্য পেশ করা হয়েছে। মামলাকারী আইনজীবীর আবেদন, রাজ্যের প্রাপ্য টাকা পেতে হাইকোর্ট হস্তক্ষেপ করুক। পুজোর পর মামলার শুনানির সম্ভাবনা।
প্রসঙ্গত, সম্প্রতি ২১ জুলাইয়ের মঞ্চ থেকেও এই ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। কেন্দ্রকে নিশানায় রেখে তিনি অভিযোগ করেন, “বাংলাকে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না মোদী সরকার। গরিব মানুষগুলো গত সাত মাস ধরে কাজ করে টাকা পাচ্ছে না। আরও কত টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। কেন আমার হকের টাকা বন্ধ করে দিলেন? ভোটে হেরেছেন বলে ভাতে মারার চেষ্টা করবেন? ১০০ দিনের কাজের টাকা যদি না দেয় বিজেপি সরকার, দিল্লি গিয়ে আপনাকে ঘেরাও করব”।
আরও পড়ুন: অভিষেক-শ্যালিকাকে বিমান বন্দরে আটকানো ঠিক হয়নি, হাইকোর্টে বলল ইডি