প্রথম পাতা খবর ‘ন্যায্য আন্দোলনকারীদের ভালোবাসি’, উত্তরবঙ্গ থেকে ফিরেই বার্তা মুখ্যমন্ত্রীর

‘ন্যায্য আন্দোলনকারীদের ভালোবাসি’, উত্তরবঙ্গ থেকে ফিরেই বার্তা মুখ্যমন্ত্রীর

343 views
A+A-
Reset

কলকাতা: বৃহস্পতিবার উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরেই টেট আন্দোলন প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। বললেন, “ন্যায্য আন্দোলনকারীদের ভালোবাসি”।

সংবাদিকদের সামনে দাঁড়িয়ে মমতা বলেন, “আমি আন্দোলনকারীদের ভালোবাসি। যারা ন্যায্য আন্দোলন করে। আর কোর্টে কেস চলছে, তোমরা জানো। কোর্টের অর্ডারকেও আমরা সম্মান দিচ্ছি। আমি তো চাই যে, কারও চাকরি যেন না যায়। সবারই চাকরি থাকুক, তাতেই আমি খুশি। সুপ্রিম কোর্টও রায় দিয়েছে”।

সৌরভ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে মমতা বলেন, “আমার একটাই খারাপ লাগছে। আজ আইসিসির মনোনয়ন দেওয়ার শেষদিন ছিল। কেন সৌরভকে পাঠানো হল না আইসিসিতে? কী কারণে ওকে বঞ্চিত করা হল? শরদ পওয়ার তো গিয়েছিলেন, জগমোহন ডালমিয়া তো গিয়েছিলেন? সৌরভকে পাঠানো হলে ভারতের গর্ব বাড়ত। কার স্বার্থরক্ষার জন্য এই বঞ্চনা হল? এটা রাজনৈতিক প্রতিহিংসা। কোনো একজন ব্যক্তির স্বার্থরক্ষার জন্য সৌরভকে বঞ্চিত করা হল।”

তিনি আরও বলেন, “সৌরভ ভদ্রছেলে বলে কিছু বলল না। আজ দেশের ক্রীড়াপ্রেমীদের জন্য দুঃখের দিন। সৌরভের জায়গায় সচিন বা আজাহার থাকলেও আমি একইভাবে প্রতিবাদ করতাম”।

আরও পড়ুন: কালীপুজোয় বিশেষ ট্রেন চালাবে মেট্রো, জানুন সময়সূচি

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.