কলকাতা: প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যকে ৮ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। আজ, বৃহস্পতিবারই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যকে এই বিষয়ে জানানো হয়েছে।
২০১৫ সালে চালু করা হয়, প্রধানমন্ত্রী আবাস যোজনা হল ভারত সরকারের একটি প্রকল্প যার মাধ্যমে সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন প্রদান করা হয়। তবে নানান অভিযোগ এবং রাজনৈতিক বিতর্কের জেরে বেশ কয়েক রাজ্যকে এই প্রকল্পে টাকা বরাদ্দ থেকে বিরত ছিল কেন্দ্র।
কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করা নিয়ে গতকালই সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ মাস বন্ধ থাকার পর কেন্দ্র এই প্রকল্পের টাকা বরাদ্দ করল।
উল্লেখ্য, একশো দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা দীর্ঘদিন বন্ধ করে রেখেছিল কেন্দ্র। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে সেই জট কাটাতে চলেছে বলে মনে করা হচ্ছে।