প্রথম পাতা খেলা পর পর দু’বার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স, মুখোমুখি আর্জেন্তিনার

পর পর দু’বার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স, মুখোমুখি আর্জেন্তিনার

355 views
A+A-
Reset

বিশ্বকাপ ফুটবলের ৯২ বছরের ইতিহাসে পর পর দু’ বার চ্যাম্পিয়ন হওয়ার ঘটনা মাত্র দু’ বারই ঘটেছে। ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালি এবং ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিল। এ বারে ফ্রান্সও কি সেই পথের অনুগামী হবে? সেই উত্তর মিলবে আগামী রবিবার আগামী রবিবার ভারতীয় সময় রাত সাড়ে ৮টায়। এ বারের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্তিনার মুখোমুখি হবে ফ্রান্স।

বুধবার রাতে আল খোরের আল বায়াত স্টেডিয়ামে আয়োজিত সেমিফাইনালের ম্যাচে ফ্রান্সের কাছে তারা ০-২ গোলে হেরে গেল। প্রথমার্ধে ম্যাচের ৫ মিনিটেই গোল করে এগিয়ে যায় ফ্রান্স। ডান দিক থেকে মরক্কোর ডিফেন্ডার জাওয়াদ এল ইয়ামিককে কাটিয়ে ফ্রান্সের গ্রিজম্যান ক্রস বাড়ান এমবাপ্পেকে। মরক্কোর পেনাল্টি বক্সে এমবাপ্পের পর পর দু’টো শট আটকে দেওয়া হয়। বল রিবাউন্ড করে দূরের পোস্টের কাছে ফুল ব্যাক থিও হের্নান্ডেজের কাছে চলে যায়। মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনোকে কোনো সুযোগ না দিয়ে বল ঢুকে যায় গোলে।

১৯৫৮ সালের পর বিশ্বকাপের কোনও সেমিফাইনালে দ্রুততম গোল এটি। সে বারের সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধেই ব্রাজিলের ভাভা ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যেই গোল করেছিলেন। এ দিন ফ্রান্সের হয়ে ৫ মিনিটের মধ্যেই (৪.৩৯) গোল করলেন থিও হার্নান্ডেজ।

মরক্কো এক ঝাঁক সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ। থিওর গোলে যেমন রেকর্ড হয়েছে, ফ্রান্সের দ্বিতীয় গোলেও রেকর্ড। ৭৯ মিনিটে ডেম্বেলের পরিবর্তে নামানো হয় কোলো মুয়ানিকে। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল। এমবাপের শট ব্লক হলেও, বক্সের ডানদিকে কোলো মুয়ানির সামনে। সহজ গোলে রেকর্ড বুকে নাম লেখালেন। মাঠে নামার ৪৪ সেকেন্ডে গোল। এর আগে ১৯৯৮ বিশ্বকাপে ডেনমার্কের এবে সান্ডে পরিবর্ত হিসেবে নামার ২৬ সেকেন্ডের মধ্যে গোল করেছিলেন। পরিবর্ত নেমে দ্বিতীয় দ্রুততম গোল করলেন কোলো মুয়ানি।

আগামী রবিবার ফাইনালে লিয়োনেল মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে ফ্রান্স।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.