আইপিএল নিলামে ক্রিস মরিসের রেকর্ড ভেঙে দিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারেন। ক্রিসের দাম ছিল ১৬ কোটি ২৫ লক্ষ টাকা। সেখানে স্যামকে ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় কিনে নিল পঞ্জাব কিংস। শুক্রবারের নিলামে তিনি সবচেয়ে দামি খেলোয়াড়।
চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে স্যামকে নিয়ে কাড়াকাড়ি হচ্ছিল পঞ্জাব কিংসের। শেষমেশ এত টাকা যে দাম উঠবে তা ভাবা যায়নি।
এখনও পর্যন্ত আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় স্যাম। এমনকি বিরাট কোহলি এবং কেএল রাহুলের মতো ধরে রাখা খেলোয়াড়দের থেকেও তাঁর দাম বেশি।
অস্ট্রেলিয়ায় ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন স্যাম। এ বছরের সেপ্টেম্বর থেকে তিনি ১৪টি টি-টোয়েন্টিতে ৭.০৮ ইকোনমি রেটে ২৫টি উইকেট নিয়েছেন। নিজের ব্যাটিংও উন্নত করেছেন। ২০২০ সাল থেকে ৩১টি টি-টোয়েন্টিতে তাঁর গড় রান ২৭.০৭ এবং স্ট্রাইক রেট ১৫৪.৬৯।
অন্য দিকে, আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামী ক্রিকেটার হয়েছেন ক্য়ামেরন গ্রিন। ১৭ কোটি ৫০ লক্ষ টাকায় তাঁকে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
আরও পড়ুন: আইপিএল নিলাম: বিক্রিত এবং অবিক্রিত প্রথম ৫০ খেলোয়াড়ের সম্পূর্ণ তালিকা