মুর্শিদাবাদের হরিহরপাড়ার মালোপাড়ায় গভীর রাতে ঘরে ঢুকে প্রৌঢ়কে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে খুনের অভিযোগ। মৃতের নাম এশাদুল মণ্ডল (৫২)।
ঘটনায় প্রকাশ, তৃণমূল কর্মী বলে পরিচিত এশাদুলের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি কোপ মারা হয়। এর পরই সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার সকাল সাড়ে ৭টা নাগাদ মৃত্যু হয় তাঁর।
পুলিশ সূত্রে খবর, বছর দেড়েক আগে এশাদুলের পুত্র রাজেশকেও খুনের চেষ্টা করা হয়। এ নিয়ে হরিহরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন এশাদুলের পরিবার। বর্তমানে ওই মামলা আদালতে বিচারাধীন। চলছে সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া। এরই মধ্যে খুন হলেন এশাদুল।
নিহতর পরিবারের দাবি, ছেলেকে খুনের চেষ্টার অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছিল অভিযুক্তরা। তৃণমূলের অভিযোগ, হামলার নেপথ্য়ে রয়েছে কংগ্রেস। পাল্টা অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। কী কারণে এই খুন, অভিযুক্ত ঠিক কারা, তা খতিয়ে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ। তবে এখনও এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।