289
কলকাতা: বুধবার শুরু বিধানসভার বাজেট অধিবেশন, ভাষণ দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিধানসভার সচিবালয় জানিয়েছে, এ দিন দুপুর ২টো থেকে রাজ্যপালের ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।
এই নিয়ে তৃতীয়বার বিধানসভায় আসবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হবে বিধানসভার বাজেট অধিবেশন। বিধানসভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ সম্প্রচার করাই রীতি। এর আগে রাজভবন-নবান্ন সংঘাতের জেরে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়ের বক্তৃতার সরাসরি সম্প্রচার করা হয়নি। এ দিন রাজ্যপালের বক্তৃতার দিকে নজর থাকবে সকলেরই।