প্রথম পাতা খেলা রঞ্জির সেমিফাইনালে ম্যাচের রাশ বাংলার হাতে, মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেঞ্চুরি অনুষ্টুপ-সুদীপের

রঞ্জির সেমিফাইনালে ম্যাচের রাশ বাংলার হাতে, মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেঞ্চুরি অনুষ্টুপ-সুদীপের

281 views
A+A-
Reset

মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালের প্রথম দিনের শেষে ম্যাচের রাশ বাংলার হাতে। দিনের শেষে বাংলার স্কোর চার উইকেটে ৩০৭ রান। ২০৬ বলে ১২০ রান করেছেন অনুষ্টুপ মজুমদার। সুদীপ ঘরামি আউট হয়েছেন ২১৩ বলে ১১২ রান করে।

বুধবার ওপেনিংয়ে অভিমন্য়ু ঈশ্বরণের সঙ্গী ছিলেন করণ লাল। প্রথম সেশনেই দুই ওপেনারের উইকেট হারায় বাংলা। ৩৩ বলে ২৭ রান করেন অভিমন্য়ু, ৪৫ বলে ২৩ রান করেন করণ। টস জিতে প্রথম ব্যাটিং করে বিনা উইকেটে ৫০ রান থেকে এক সময় ৫১/২ হয়ে গিয়েছিল বাংলা। তবে অনুষ্টুপ-সুদীপ জুটিই ম্যাচের রং বদলে দেয়। তৃতীয় উইকেটে ৪১৪ বলে ২৪১ রান যোগ করেছেন দু’জনে।

প্রথম দিন ৮৭ ওভার খেলা হল। দিনের শেষে ক্রিজে রয়েছেন মনোজ তিওয়ারি (৫) ও শাহবাজ আমেদ (৬)। সব কিছু ঠিকঠাক চললে এখান থেকে বাংলার ৪০০-র গণ্ডি পেরনো সময়ের অপেক্ষা।

গত বার সেমিফাইনালে এই মধ্যপ্রদেশের কাছেই হেরেছিল বাংলা। এ বার ফাইনালে উঠতে হলে মধ্যপ্রদেশ বাধা টপকে যেতে হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.