কলকাতা: রবিবার প্রাথমিক টেট দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই। গ্রেফতার করা হয় নীলাদ্রি ঘোষকেও। সোমবার ধৃতদের পেশ করা হবে আদালতে।
নিয়োগ দুর্নীতির মামলায় এখন ইডি হেফাজতে কুন্তল ঘোষ। তাপস মণ্ডল, নীলাদ্রি ঘোষের কথা প্রথম থেকেই বলে এসেছেন কুন্তল। অন্য দিকে, তাঁর বিরুদ্ধে যিনি অভিযোগ করেছিলেন, রেহাই পেলেন না সেই তাপসও।
এর আগে, নিয়োগ দুর্নীতির মামলায় যখন মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জশিট দেয় ইডি, তখন সেই চার্জশিটের নাম ছিল তাপসেরও। জানা যায়, মানিক ঘনিষ্ট হিসেবেই পরিচিত ছিলেন তিনি। শুধু তাই নয়, মানিক ভট্টাচার্যের হয়ে টাকাও তুলতেন এবং সেই টাকা পৌঁছে যেতে প্রভাবশালীদের কাছে।
সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় তাপস বলেন, “তদন্তে সহযোগিতা করছি, সবসময় করব। আমি এখনও মনে করি আমি নির্দোষ, তদন্তে সহযোগিতা করছি। আগামিদিনেও করব।” একই সঙ্গে তাঁর সংযোজন, “আমি কাউকে আড়াল করছি না”।