কলকাতা: ইএম বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি মুকুল রায়। তবে ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন সে বিষয়ে সরকারি ভাবে তেমন কিছু জানা যায়নি এখনও।
সূত্রের খবর, গত শুক্রবারই মুকুল রায় হাসপাতালে এসে শারীরিক পরীক্ষা করিয়েছিলেন। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক স্নায়ুজনিত সমস্যায় ভুগছেন বলে জানা যায়। নিউরোলজিক্যাল সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
হাসপাতাল সূত্রে খবর, স্নায়বিক সমস্যা হঠাৎ বেড়ে যাওয়ায় মুকুল রায়কে রাতে হাসপাতালে ভর্তি করা হয়। ডা. সঞ্জয় সিংয়ের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। এখন সোমবার তাঁর অবস্থা স্থিতিশীল। একাধিক পরীক্ষা করা হচ্ছে। তবে এখনই ছাড়া হচ্ছে না। একটু পর্যবেক্ষণে রেখে চিকিৎসকরা দেখতে চাইছেন। আরও ২-৩ দিন হাসপাতালে রাখা হতে পারে তাঁকে।
পরিবার সূত্রে খবর, আপাতত ভালো আছেন মুকুল রায়। প্রয়োজনীয় সব পরীক্ষা চলছে। মনিটর করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। স্বাভাবিক কথাবার্তা বলতে পারছেন তিনি।
জানা গিয়েছে, আগে থেকে পরিকল্পনা করেই চিকিত্সার জন্য তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। সল্টলেকের বদলে সম্প্রতি কল্যাণীর বাড়িতে থাকছিলেন তিনি। যেহেতু মুকুল রায় কল্যাণী থেকে আসবেন তাই অহেতুক ঝুঁকি না-নিয়ে রবিবার রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।