কলকাতা: সুষ্ঠু ভাবে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষা পরিচালনায় এ বার কড়া পদক্ষেপ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানিয়ে দিল, পরীক্ষা হলে কোনও ভাবেই মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না। শুধু পরীক্ষার্থী নন, শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। একমাত্র পরীক্ষাকেন্দ্রের সুপারভাইজার, ইন-চার্জ এবং সেক্রেটারি মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন।
কী কী নির্দেশিকা দিয়েছে সংসদ?
যে স্কুলে পরীক্ষার্থীদের আসন পড়েছে, তাঁরা সেই স্কুলের চত্বরে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না। মোবাইল কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি ভেন্যুর মূল গেটে পুলিশ থাকবে। পরীক্ষার্থীদের কাছে মোবাইল আছে কিনা, তা পুলিশের নজরদারিতে খতিয়ে দেখা হবে। পুরো বিষয়টির তত্ত্বাবধান করবেন ভেন্যু সুপারভাইজার। শুধুমাত্র ভেন্যু সুপারভাইজার, সেন্টার-ইন-চার্জ এবং সেন্টার সেক্রেটারিরা মোবাইল ফোন নিয়ে ভেন্যুতে ঢুকতে পারবেন। শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষাকর্মীদেরও মোবাইল নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
সংসদের তরফে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, অ্যাডমিট কার্ড বিতরণের সময় স্কুলগুলির তরফে পরীক্ষার্থীদের জানিয়ে দিতে হবে যে তাঁরা যেন মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে না নিয়ে যান। যদি মোবাইল নিয়ে কোনও পরীক্ষার্থী ধরা পড়েন, তাহলে তাঁর পরীক্ষা বাতিল হয়ে যাবে।
পরীক্ষা শুরুর পর কোনও শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষাকর্মীরা ভেন্যুর বাইরে বেরোতে পারবেন না বলে সংসদের তরফে জানানো হয়েছে।
রাজ্যের প্রায় ২৩৫ টি পরীক্ষাকেন্দ্রকে ‘সংবেদনশীল’ বলে চিহ্নিত করেছে সংসদ। প্রতিটি সংবেদনশীল পরীক্ষাকেন্দ্রের বাইরে মেটাল ডিটেক্টরের মাধ্যমে খতিয়ে দেখা হবে যে পরীক্ষার্থীদের কাছে কোনও মোবাইল ফোন বা অন্যান্য কোনও বৈদ্যুতিন ডিভাইস আছে কিনা।
এ বার উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রতিটি কক্ষে মূল দায়িত্বে দু’জন ইনভিজিলেটর থাকবেন। পরীক্ষা কক্ষে মোবাইল নেই নিশ্চিত হয়েই তাঁদের প্রশ্নপত্র বিতরণ করতে হবে।
পরীক্ষাকক্ষে মোবাইল নেই নিশ্চিত হয়ে তবেই প্রশ্নপত্র বিতরণ করতে হবে। মোবাইল পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে। যাঁর থেকে মোবাইল পাওয়া যাবে, ওই পরীক্ষার্থীর সেদিনের পরীক্ষা বা সব পরীক্ষা বাতিল করে দেওয়া হবে।
কখন RA বা ‘Reported Against’ করা হবে?
এ বছর পাঁচটি কারণে এক জন পরীক্ষার্থীকে আরএ (রিপোর্টেড এগেইনস্ট) করা যাবে বলে নির্দেশিকা জারি করেছে সংসদ।
১. মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করলে RA করে দেওয়া হবে।
২. টোকাটুকি বা কোনও অসদুপায় অবলম্বন করলে RA করা হবে।
৩. উত্তরপত্র ছিঁড়ে ফেললে, লুকিয়ে বাড়িতে নিয়ে গেলে, উত্তরপত্রে কোনও অশালীন শব্দ প্রয়োগ করলে RA করে দেওয়া হবে।
৪. পরীক্ষাকেন্দ্রের সম্পত্তি নষ্ট করলে RA করে দেওয়া হবে।
৫. ইনভিজিলেটর বা শিক্ষক-শিক্ষিকাদের নিগ্রহ করলে RA করে দেওয়া হবে।