কলকাতা: পাঁচ জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে পরিষেবা ব্যাহত হবার সম্ভাবনা দেখা দিয়েছে। মৌড়িগ্রাম ইন্ডিয়ান অয়েল ডিপো থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন পেট্রোল পাম্পে সরবরাহ করা হয় পেট্রোল ও ডিজেল। সম্প্রতি ট্যাঙ্কারে করে পাম্পের তেল নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিতর্কের জেরে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জানা গিয়েছে, কলকাতা, দুই ২৪ পরগনা, হুগলি এবং নদিয়ার পেট্রল পাম্পগুলির পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মৌড়িগ্রাম অয়েল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ১৮০টি অয়েল ট্যাঙ্কার তেল সরবরাহ করে থাকে। যারা প্রতিদিন মৌড়িগ্রাম থেকে তেল নিয়ে পরিষেবা দেয়। ওয়েস্ট বেঙ্গল পেট্রলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের ১২০টি ট্যাঙ্কার রয়েছে। একই সঙ্গে বেশ কিছু পেট্রোল পাম্পের মালিকের নিজস্ব অয়েল ট্যাঙ্কার রয়েছে যারা এতদিন শুধুমাত্র নিজেদের পাম্পের তেল নিয়ে যেত।
কিন্তু বর্তমানে তারা নিজেদের নিজেদের তেল ছাড়াও পার্শ্ববর্তী অন্যান্য পেট্রোল পাম্পেও তেল সরবরাহ করছে বলে অভিযোগ। যার ফলে সমস্যা দেখা দিয়েছে।
একটি ট্যাঙ্কার একটি নির্দিষ্ট পাম্পের জন্যই তেল সংগ্রহ করতে পারবে, এই নিয়ম চালুর দাবিতে কয়েকদিন আগে ওই সংগঠন কর্মবিরতির ডাক দেয়। উচ্চ মাধ্যমিক চলছে বলে সেই কর্মবিরতি তুলেও নেওয়া হয়। দু’পক্ষ এনিয়ে আলোচনায় বসলেও কোনও সুরাহা হয়নি। ট্যাঙ্কার্স সংগঠনের তরফে রাজকুমার চট্টোপাধ্যায় বলেন, “আমাদের দাবি না মিটলে ১৮০টি গাড়িই তুলে নেব”।
তেমন হলে ওই জেলাগুলির ৬৫০ থেকে ৭০০ পেট্রল পাম্পের পরিষেবা ব্যাহত হবে বলে আশঙ্কা রয়েছে। যদিও যেসব পাম্পের মালিকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, সেই পাম্পগুলির একটির মালিক এই অভিযোগকে খণ্ডন করে দিয়েছেন। অভিযোগ উড়িয়ে তিনি বলেন, “এমন কোনও ঘটনা ঘটছে না। এগুলো মিথ্যে কথা”।