প্রথম পাতা খেলা চ্যাম্পিয়ন হতেই বড়ো ঘোষণা! এ বার থেকে আর এটিকে নয়, মোহনবাগান সুপার জায়ান্টস

চ্যাম্পিয়ন হতেই বড়ো ঘোষণা! এ বার থেকে আর এটিকে নয়, মোহনবাগান সুপার জায়ান্টস

268 views
A+A-
Reset

এটিকে-র দিন শেষ হল। ইতিহাস হয়ে গেল এটিকে মোহনবাগান। মোহনবাগানের নাম থেকে ছাঁটাই করে দেওয়া হল এটিকে শব্দটি। এখন থেকে মোহনবাগান সুপার জায়ান্টস। শনিবার ২০২২-২৩ আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর এই ঘোষণা করলেন সঞ্জীব গোয়েনকা।

এটিকে মোহনবাগানের মালিক সঞ্জীব গোয়েনকা বলেন, “আমরা দলের নাম থেকে এটিকে মুছে দিচ্ছি। আগামী মরশুম থেকে নাম হবে মোহনবাগান সুপার জায়ান্টস। এটা আমাদের বিবেচনার মধ্যেই ছিল। আমি এই ঘোষণা করার জন্য জয়ের অপেক্ষা করছিলাম।”

ঘোষণা হয়তো ছোট্ট, কিন্তু এর গুরুত্ব অপরিসীম। ২০২০ সালের জানুয়ারিতে এটিকে-র সঙ্গে মোহনবাগান মিশে যাওয়ার পর থেকে দলের সমর্থক আর পরিচালকদের মধ্যে কিছু কিছু বিষয়ে মতবিরোধ চলছিল। এই নতুন দলের সংখ্যাগরিষ্ঠ শেয়ার সঞ্জীব গোয়েনকার আরপিএসজি গ্রুপের হাতে। বাকিটা মোহনবাগান ফুটবল ক্লাব (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেডের হাতে।

মোহনবাগানের নাম এটিকে মোহনবাগান হওয়ার পর থেকে দলের সমর্থকরা অভিযোগ করছিলেন, এ ভাবেই একাধিক বার ক্লাবের ইতিহাস ও ঐতিহ্যকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। নাম বদলের প্রতিবাদে সমর্থকরা রাস্তায় নেমেছেন, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের টেন্টে বিক্ষোভ দেখিয়েছেন। মোহনবাগানের নাম থেকে এটিকে-কে হটাতে তাঁরা ধর্মতলায় সিইএসসি-র সদর দফতরের সামনে পোস্টার হাতে বিক্ষোভও দেখিয়েছেন।

শনিবার গোয়ার মাড়গাঁওয়ে অনুষ্ঠিত আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগান টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় বেঙ্গালুরু এফসিকে। নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ গোলে ড্র ছিল। অতিরিক্ত সময়েও ম্যাচের ফয়সালা হয়নি। তার পর ম্যাচ টাইব্রেকারে যায়। বেঙ্গালুরু ৫টি পেনাল্টি শট থেকে ৩টি গোল পায়। এটি শট বাঁচিয়ে দেন এটিকে মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথ। আর একটি শট এটিকে মোহনবাগানের ক্রসবারের উপর দিয়ে বেরিয়ে যায়। এটিকে মোহনবাগান ৪টি পেনাল্টি শট থেকেই গোল করায় তাদের পঞ্চম শট নিতে হয়নি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.