প্রথম পাতা খেলা ২.৮ কোটি টাকায় জেসন রয়কে সই করাল কেকেআর

২.৮ কোটি টাকায় জেসন রয়কে সই করাল কেকেআর

260 views
A+A-
Reset

শাকিব আল হাসানের বিকল্প হিসেবে এক ইংল্যান্ড ওপেনারকে নিল কলকাতা নাইট রাইডার্স। বুধবার শাকিবের পরিবর্ত ঘোষণা করে কেকেআর। জানানো হয়, ইংরেজ ওপেনার জেসন রয়কে সই করাল কেকেআর।

দু’বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স চলতি মরশুমের জন্য ইংল্যান্ডের ওপেনার জেসন রয়কে ২.৮ কোটি টাকায় চুক্তিবদ্ধ করেছে। চোটের কারণে কেকেআর নিজের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে টিম থেকে হারিয়েছে এবং বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানও লিগ থেকে সরে এসেছেন।

বুধবার আইপিএলের একটি বিবৃতিতে বলা হয়েছে, “শ্রেয়স আইয়ার টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন এবং বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানও যে চলতি মরশুমে আর খেলবেন না, তা নিশ্চিত করেছেন।”

এর আগে ২০১৭ এবং ২০১৮ মরশুমে আইপিএলে খেলেছিলেন রয়। শেষবার ২০২১ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন। সেবার তিনি পাঁচটি ম্যাচ একটি অর্ধশতক-সহ ১৫০ রান করেছিলেন। ৩২ বছর বয়সি ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে ৬৪টি-টোয়েন্টি খেলেছেন, যাতে ৮টি অর্ধশতকের সাহায্যে মোট ১ হাজার ৫২২ রানের মালিক তিনি। তাঁর স্ট্রাইক রেট ১৩৭.৬১।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.