প্রথম পাতা খবর কুড়মি আন্দোলনে বাতিল লোকাল থেকে দুরপাল্লার ট্রেন, বাড়ছে ভোগান্তি

কুড়মি আন্দোলনে বাতিল লোকাল থেকে দুরপাল্লার ট্রেন, বাড়ছে ভোগান্তি

275 views
A+A-
Reset

নিজেদের অবস্থানে অনড় কুড়মি সম্প্রদায়। তফসিলি উপজাতির স্বীকৃতির দাবিতে তাদের রেল রোকো, ঘাঘর ঘেরা কর্মসূচি অব্যাহত। এর জেরে অবরুদ্ধ রেল থেকে সড়কপথ। পশ্চিম মেদিনীপুর-পুরুলিয়া-বাঁকুড়ায় অনির্দিষ্টকালের জন্য চলছে রেল-সড়ক অবরোধ।

কুড়মি আন্দোলনের ঝাঁঝ ক্রমশ জোরালো হচ্ছে। কুড়মি সম্প্রদায়কে তফশিলি উপজাতিভুক্তদের আওতায় আনতে হবে। সারনা ধর্মের স্বীকৃতি দিতে হবে। কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্ত করতে হবে। এমনই একাধিক দাবিতে রাজ্যের পশ্চিমাঞ্চল জুড়ে চলছে লাগাতার আন্দোলন।

আদ্রা ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে আদ্রা পুরুলিয়া শাখার ৫৮ টি ট্রেন বাতিল করা হয়েছে। ৪টি ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে।

জানা গিয়েছে, কুড়মি আন্দোলনের জেরে প্রতিদিনই বাতিল লোকাল থেকে ৫০টিরও বেশি দুরপাল্লার ট্রেন। এই ট্রেন বাতিলের কারণেই বহুসংখ্যায় মানুষ আটকে পড়ছেন। তবে কুড়মি সম্প্রদায়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হলে, রবিবার থেকে পুরুলিয়া-রাঁচি রেলপথের কোটশিলা স্টেশন ও পুরুলিয়া-রাঁচি জাতীয় সড়ক অবরোধ করা হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.