প্রথম পাতা খেলা লখনউয়ের কাছে লজ্জার হার হায়দরাবাদের

লখনউয়ের কাছে লজ্জার হার হায়দরাবাদের

269 views
A+A-
Reset

সানরাইজার্স হায়দরাবাদ: ১২১/৮ (ত্রিপাঠী ৩৪, আনমোলপ্রীত ৩১, ক্রুণাল ৩/১৮, অমিত ২/২৩)

লখনউ সুপার জায়ান্টস: ১২৭/৫ (রাহুল ৩৫, ক্রুণাল ৩৪, রাশিদ ২/২৩)

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫ উইকেটে জিতল লখনউ সুপার জায়ান্টস। শুক্রবার নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২১ রান করে হায়দরাবাদ। জবাবে ১৬ ওভারে ১২৭/‌৫ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লখনউ।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক এইডেন মারক্রাম। ১২২ রানের লক্ষ্য ছিল লখনউয়ের সামনে। সেই রান সহজেই তুলে ফেলার কথা ছিল লোকেশ রাহুলদের। কিন্তু লখনউয়ের পিচে রান করা যে খুব সহজ নয় তা বুঝলেন রাহুলরাও। ১২২ রান তুলতে ১৬ ওভার লেগে যায় তাঁদের।

প্রসঙ্গত, এই জয়ের ফলে লখনউ তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে উঠে এল। হায়দরাবাদ দু’টি ম্যাচ হেরে সকলের নীচে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.