প্রথম পাতা খবর করোনামুক্ত শোভনদেব, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বিদ‍্যুৎমন্ত্রী

করোনামুক্ত শোভনদেব, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বিদ‍্যুৎমন্ত্রী

305 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : করোনামুক্ত রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। আপাতত ৭ দিন হোম আইসোলেশনে থাকবেন মন্ত্রী।

তারপর ফের তাঁর প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করা হবে। গত ১৮ ফেব্রুয়ারি করোনা আক্রান্ত হন শোভনদেব চট্টোপাধ্যায়। প্রথমদিকে তাঁকে রাখা হয়েছিল হোম আইসোলেশন। কিন্তু ২২ ফেব্রুয়ারি রাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সেই সময় শ্বাসকষ্টের পাশাপাশি শরীর খুব দুর্বল ছিল মন্ত্রীর। জ্বর এবং গায়ে ব্যথাও ছিল। তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছিল মেডিক্যাল বোর্ড।

নিয়মিত তাঁর খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : ব্রিগেড মঞ্চেই বেড়িয়ে পড়ল জোটের ফাটল

হাসপাতালে ভরতির ৭ দিনের মাথায় রবিবার ছাড়া পেলেন শোভনদেব। জানা গিয়েছে, জ্বর-সর্দি-শ্বাসকষ্ট জাতীয় কোনও সমস্যা এখন নেই তাঁর।

তবে বেশ দুর্বল তিনি। কোভিড বিধি মেনে আগামী ৭ দিন হোম আইসোলেশনে থাকবেন মন্ত্রী।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ থেকে ফিরেছেন শোভনদেবের বড় ছেলে। ফেরার পরই করোনা আক্রান্ত হন তিনি। মন্ত্রীর পরিবারের সকল সদস্যই বর্তমানে কোভিড পজিটিভ। তাঁরা প্রত্যেকেই হোম আইসোলেশনে রয়েছেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.