প্রথম পাতা খবর মহারাষ্ট্রে সরকারি অনুষ্ঠানে হিট স্ট্রোকে মৃত ১১

মহারাষ্ট্রে সরকারি অনুষ্ঠানে হিট স্ট্রোকে মৃত ১১

391 views
A+A-
Reset

মুম্বই: রবিবার মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বহু মানুষ। চাঁদিফাটা রোদে খোলা আকাশের নীচে বসেছিলেন তাঁরা। তীব্র গরমে অসুস্থ হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও অনেকেই।

ঘটনায় প্রকাশ, রবিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠান শুরু হয়েছিল। শেষ হয় দুপুর ১টা নাগাদ। মহারাষ্ট্র সরকারের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানটি নবি মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। অনুষ্ঠানের মাঠটি দর্শকে ভরা ছিল এবং অনুষ্ঠানটি দেখার জন্য অডিও এবং ভিডিও সুবিধার ব্যবস্থাও করা হয়েছিল। অবশ্য দর্শকদের জন্য বসার ব্যবস্থা বা কোনো ছাউনি ছিল না।

ঘটনাটিকে “দুর্ভাগ্যজনক” বলে অভিহিত করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি নিহতদের পরিবারের উদ্দেশে ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

অসুস্থদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন শিন্ডে। এই ঘটনায় দুঃখপ্রকাশ করে তিনি বলেন, ‘‘প্রায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রাথমিক ভাবে জানা যায় ৭-৮ জনের মৃত্যু হয়েছে। সানস্ট্রোকের কারণেই এটা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।’’ পরে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীস জানান, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.