প্রথম পাতা খবর শুক্রবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল

শুক্রবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল

358 views
A+A-
Reset

ডেস্ক : ভোটের দিন ঘোষণার এক সপ্তাহের মাথায় শুক্রবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস। গত সোমবার দলের কোর কমিটির বৈঠকে জমা পড়ে প্রার্থীদের খসড়া তালিকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন দিলেই তালিকা প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।

প্রতিবারের মতো এবারও প্রার্থী তালিকায় থাকতে পারে একাধিক চমক। তালিকায় টলিউডের তরুণ অভিনেতা- অভিনেত্রীরাও থাকবেন বলে মনে করা হচ্ছে।

এই তালিকায় সবচেয়ে আর্কষণের কেন্দ্র খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী দল ছেড়ে দেওয়ার পর তিনি জানিয়ে দিয়েছিলেন যে, তিনি নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়াবেন। তাই মমতা নন্দীগ্রাম থেকে লড়ছেন কিনা তা নিয়ে যথেষ্ট আগ্রহ থাকবে আম জনতার।

অন্যদিকে তিনি ভবানীপুরে প্রার্থী হবেন কি না তা নিয়ে জল্পনা তুঙ্গে।

নন্দীগ্রামে ইতিমধ্যেই তৃণমূল কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়া লিখতে আরাম্ভ করে দিয়েছেন। তাই শুক্রবার বিরোধীদল থেকে সাধারণ মানুষ সকলেরই নজর থাকবে শাসকদলের প্রার্থী তালিকার উপর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.