ওয়েবডেস্ক : বাংলার বিধানসভা নির্বাচনে ১০০ আসসনে প্রার্থী দেবার কথা জানিয়েছিল শিবসেনা। কিন্তু মত পরিবর্তন করে উদ্ধব ঠাকরের দল জানিয়ে দিল তারা পশ্চিমবঙ্গের নির্বাচনে লড়বে না।
বৃহস্পতিবার দলের মুখপাত্র সঞ্জয় রাউত টুইট করে জানিয়েছেন, ‘‘শিবসেনা পশ্চিমবঙ্গের ভোটে প্রার্থী দেবে কি না, তা জানার জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দলের সভাপতি, উদ্ধব ঠাকরের সঙ্গে আলোচনার পর স্থির হয়েছে, আমরা পৃথকভাবে প্রার্থী দেব না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করব।’’
তিনি আরও লিখেছেন, ‘‘ দিদি বনাম বাকি সব কিছুর লড়াই। তিনি ইংরাজিতে ‘এম’ অক্ষরের ব্যবহার করে লেখেন অর্থ, পেশি এবং মিডিয়া সব কিছুই তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। সে কারণে শিবসেনা সিদ্ধান্ত নিয়েছে দিদির পাশে থেকে পশ্চিমবঙ্গের ভোটে তারা লড়বে না।
তিনি লেখেন, ‘‘আমাদের বিশ্বাস তিনি ‘রিয়েল বেঙ্গল টাইগ্রেস’ হয়ে সফল হবেন।
কয়েকদিন আগেই নবান্নে এসে দেখা করে গেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনিও মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের নির্বাচনী লড়াইয়ে তার দল পাশে আছে। এবার শিবসেনার সমর্থন ভোটের লড়াইয়ে তৃণমূলকে অনেকটাই এগিয়ে দিল।
আরও পড়ুন : শুক্রবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল