প্রথম পাতা খেলা নীবর প্রধানমন্ত্রী! হরিদ্বারের গঙ্গায় পদক ভাসাচ্ছেন প্রতিবাদী কুস্তিগিররা!

নীবর প্রধানমন্ত্রী! হরিদ্বারের গঙ্গায় পদক ভাসাচ্ছেন প্রতিবাদী কুস্তিগিররা!

319 views
A+A-
Reset

রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি এবং বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে লাগাতার প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভারতের শীর্ষ কুস্তিগিররা। মঙ্গলবার গঙ্গায় সমস্ত পদক বিসর্জন দিতে চলেছেন।

সাক্ষী মালিক, বিনেশ ফোগট, বজরং পুনিয়ার মতো কুস্তিগিররা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় হরিদ্বারে পদক বিসর্জন দেবেন তাঁরা। ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন তাঁরা। কিন্তু এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা না হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত কুস্তিগিরদের। আমরণ অনশনেও বসবেন বলে জানিয়েছেন তাঁরা।

প্রতিবাদী কুস্তিগিরদের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “এই পদকগুলি আমাদের জীবন, আমাদের আত্মা। আজ এগুলি গঙ্গায় নিক্ষেপ করার পরে বেঁচে থাকার কোনো কারণ থাকবে না। তাই, আমরা এর পরে ইন্ডিয়া গেটে মৃত্যুর আগে পর্যন্ত অনশন করব।”

প্রধানমন্ত্রীর উদ্দেশে কুস্তিগিররা আরও বলেছেন, “তিনি আমাদেরকে আমাদের কন্যা বলেন, কিন্তু তিনি একবারও কুস্তিগিরদের জন্য নিজের উদ্বেগ প্রকাশ করেননি। বরং তিনি ‘অত্যাচারী’ (ব্রিজভূষণ)-কে নতুন সংসদ ভবন উদ্বোধনে আমন্ত্রণ জানিয়েছিলেন”।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.