প্রথম পাতা খবর ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ রেলের!

ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ রেলের!

280 views
A+A-
Reset

নয়াদিল্লি: কয়েক দশকের মধ্যে দেশের সবচেয়ে মারাত্মক ট্রেন দুর্ঘটনা। ওড়িশার বালেশ্বরে তিনটি ট্রেনের সংঘর্ষে মৃতের সংখ্যা অন্তত পক্ষে ২৮৮। এই দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করেছে রেলওয়ে বোর্ড।

রবিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, “যা ঘটেছে তা মাথায় রেখে, তদন্তটি সিবিআইকে হস্তান্তর করার সুপারিশ করেছে রেলওয়ে বোর্ড। প্রশাসনের কাছে যে তথ্য রয়েছে, তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে হস্তান্তর করার প্রস্তাব রাখা হয়েছে।”

এ দিন সকালেই রেলমন্ত্রী দাবি করেন, দুর্ঘটনার “মূল কারণ” এবং এর জন্য দায়ী “অপরাধীদের” চিহ্নিত করা হয়েছে। আশ্চর্যজনক ভাবে কয়েক ঘণ্টা পরই সিবিআই তদন্তের সুপারিশের কথা জানালেন রেলমন্ত্রী।

এ দিন সকালে সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলার সময় রেলমন্ত্রী বলেন, “এই দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করা হয়েছে। গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা আজ ট্র্যাক মেরামত করার চেষ্টা করব। সমস্ত মৃতদেহ সরিয়ে ফেলা হয়েছে। আমাদের লক্ষ্য হল বুধবার সকালের মধ্যে মেরামতের কাজ শেষ করা, যাতে এই ট্র্যাকে ফের ট্রেন চলাচল শুরু করতে পারে।”

রেলমন্ত্রী আরও জানান,”রেলওয়ে সুরক্ষা কমিশন এ নিয়ে তদন্ত করছে। তদন্ত রিপোর্ট আসুক। …এটা ঘটেছে ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের পরিবর্তনের জন্য। আপাতত লাইন সারানোটাই আমাদের ফোকাস।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.