কলকাতা: ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। এরই মধ্যে সুখবর শোনাল হাওয়া অফিস। শনিবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। রবিবার পর্যন্ত উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
শেষ কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্ত ভাবে হালকা মাঝারি বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে খবর, এ দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই। তবে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।
হাওয়া অফিস আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর হাওয়া বদল হচ্ছে। যে কারণে অবশেষে দক্ষিণবঙ্গে আসছে ভরা বর্ষা। ১৮-২১ জুলাই একটানা ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণের জেলাগুলিতে।
ও দিকে, উত্তরবঙ্গের ওপরের ৫টি জেলায় ভারী বৃষ্টি ও বাকি ৩টি জায়গায় মাঝারি বৃষ্টি আপাতত চলবে। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলবে।